বিভিন্ন সময়ই লড়াইয়ের মুখোমুখি হতে দেখা যায় বলিউড তারকাদের। যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কাউকে না কাউকেই হারতেই হয়। আবার দেখা যায় অনেকেই মুখোমুখি লড়াইয়ে না গিয়ে ছবি মুক্তি পিছিয়ে দেন।
একই দিনে দুই তারকার ছবি নিয়ে দ্বন্দ্বের মুখে পড়ে যায় বক্স অফিসও। এবার আরো কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে বলিউড। এবারের লড়াই যে সালমান খান ও হৃতিকের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একই দিনে মুক্তি পেতে যাচ্ছে সালমানের ‘দাবাং থ্রি’ ও হৃতিকের ‘সুপার থার্টি’।
ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাগুলো। সালমান-হৃতিকের এমন লড়াই দেখতে মুখিয়ে আছে দুই তারকার ভক্তরাও।
বলিউডে অন্যতম সফল সিনেমা ফ্র্যাঞ্চাইজি দাবাং। প্রথম দুটি সিনেমার সফলতার পর এর তৃতীয় কিস্তি নির্মাণের ঘোষণা দেন নির্মাতারা। চুলবুল পান্ডে চরিত্রে সালমানকে দেখতে অপেক্ষায় ভক্তরা।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে পরিচালক প্রভুদেবা বলেন, ‘আমরা সবাই জানি এটি সালমানের চুলবুল পান্ডেকে ঘিরেই। পুলিশের চরিত্রে তার কৌতুক থাকবে। অভিনয়শিল্পীসহ সবকিছু অপরিবর্তিত থাকবে।
অন্যদিকে গণিতবিদ আনন্দ কুমারের বায়োপিক সুপার থার্টি’র শুটিং করছেন হৃতিক রোশান। এ বায়োপিকে সাদামাটাভাবেই দর্শকের সামনে হাজির হচ্ছেন কৃষ তারকা।
এর আগে সিনেমাটিতে হৃতিকের ফার্স্ট লুকও বেশ প্রশংসা কুঁড়িয়েছে। এ সিনেমায় আনন্দ কুমার রূপে হৃতিককে দেখতে অপেক্ষায় তার ভক্তরাও।